রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো
https://parstoday.ir/bn/news/event-i138100-রাশিয়ার_ওপর_সম্ভাব্য_পরমাণু_হামলার_প্রস্তুতি_নিচ্ছে_ন্যাটো
রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি’র উপপ্রধান এবং সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশোভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
মে ২৯, ২০২৪ ১৫:১২ Asia/Dhaka
  • রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো

রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি’র উপপ্রধান এবং সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশোভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 

রুশ গণমাধ্যম রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি সম্ভাব্য পরমাণু হুমকির গুরুত্ব তুলে ধরে বলেন, তার বাহিনীকেই এই হুমকি মোকাবেলা করতে হবে।

জেনারেল কুলিশভ বলেন, রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো গোয়েন্দাদের তৎপরতা বাড়ছে। ন্যাটো বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে। এসব প্রশিক্ষণে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলাসহ সম্ভাব্য আক্রমণের দৃশ্যপট তৈরি করা হচ্ছে।

ন্যাটোভুক্ত বিভিন্ন দেশে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়া এর আগে কঠোর সমালোচনা করেছে। বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড এবং তুরস্কের মতো দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়ন করেছে অথচ এসব দেশের নিজস্ব পরমাণু অস্ত্র নেই। আরো উদ্বেগের বিষয় হচ্ছে- যে সমস্ত দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়নি এমন দেশও মহড়ায় অংশ নিচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।