এশিয়ার সেরা হ্যান্ডবল খেলোয়াড়দের তালিকায় ৩ ইরানি, বার্সায় ফ্লিকের ৫০তম জয়
https://parstoday.ir/bn/news/iran-i152370-এশিয়ার_সেরা_হ্যান্ডবল_খেলোয়াড়দের_তালিকায়_৩_ইরানি_বার্সায়_ফ্লিকের_৫০তম_জয়
পার্সটুডে : ইরানের কিশোর হ্যান্ডবল দলের তিন তারকা এশিয়ার সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১৮:৫৯ Asia/Dhaka
  • প্রথম এশিয় অনূর্ধ্ব–১৭ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেরা সাত খেলোয়াড়ের মধ্যে স্থান পেয়েছেন ইরানের তিন প্রতিভাবান খেলোয়াড়
    প্রথম এশিয় অনূর্ধ্ব–১৭ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেরা সাত খেলোয়াড়ের মধ্যে স্থান পেয়েছেন ইরানের তিন প্রতিভাবান খেলোয়াড়

পার্সটুডে : ইরানের কিশোর হ্যান্ডবল দলের তিন তারকা এশিয়ার সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রথম এশিয় অনূর্ধ্ব–১৭ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেরা সাত খেলোয়াড়ের মধ্যে স্থান পেয়েছেন ইরানের তিন প্রতিভাবান খেলোয়াড়। টুর্নামেন্ট শেষে মাহদি আহমাদি সেরা প্লেমেকার, আমির হোসেইন নিক-ইকবাল সেরা পিভট এবং মোহাম্মদ কেশভারজ সেরা লেফট-উইং হিসেবে নির্বাচিত হন। দক্ষিণ কোরিয়া, বাহরাইন ও কাতারের খেলোয়াড়রাও এশিয়ার সেরাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

১৮ তারকাসমৃদ্ধ ইরান হ্যান্ডবল দল টানা আট জয়ের মাধ্যমে পূর্ণ আধিপত্য বিরাজ করে এশিয়ার মঞ্চে শীর্ষে উঠে আসে।

ফ্লিকের বার্সায় ৫০তম জয়

স্প্যানিশ লা লিগার ষষ্ঠ সপ্তাহে বৃহস্পতিবার রাতে বার্সেলোনা ৩–১ গোলে রিয়াল ওভিডোকে পরাজিত করে। এর ফলে ১৬ পয়েন্ট নিয়ে তারা ১৮ পয়েন্টধারী শীর্ষ দল রিয়াল মাদ্রিদের ঘনিষ্ঠতম অনুসারী হিসেবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

বার্সার এই জয় দলের কোচ হান্সি ফ্লিকের জন্য একটি বিশেষ রেকর্ড বয়ে এনেছে। ওভিডোর বিপক্ষে জয়ে ফ্লিক বার্সার হয়ে তার ৫০তম জয় অর্জন করেন। জার্মান এই কোচ মাত্র ৬৭ ম্যাচে ৫০ জয় নিয়ে বার্সার ইতিহাসে দ্রুততম সাফল্য পাওয়া কোচদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।

এনরিক এর আগে ২০১৫ সালে তার প্রথম ৬০ ম্যাচে ৫০টি জয় এবং হেরেরা ১৯৫৯ সালে ৬৩ ম্যাচে ৫০টি জয় নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন।#

পার্সটুডে/এমএআর/২৬