ইরানি রোয়িং জাতীয় দলের একটি স্বর্ণ এবং দুটি ব্রোঞ্জপদক লাভ
https://parstoday.ir/bn/news/iran-i153154-ইরানি_রোয়িং_জাতীয়_দলের_একটি_স্বর্ণ_এবং_দুটি_ব্রোঞ্জপদক_লাভ
পার্সটুডে- ভিয়েতনামে এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে ইরানি নৌকাবাইচ জাতীয় দল একটি স্বর্ণ এবং দুটি ব্রোঞ্জপদক জিতেছে।
(last modified 2025-10-18T09:47:23+00:00 )
অক্টোবর ১৮, ২০২৫ ১৫:৪২ Asia/Dhaka
  • ইরানি জাতীয় রোয়িং দল
    ইরানি জাতীয় রোয়িং দল

পার্সটুডে- ভিয়েতনামে এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে ইরানি নৌকাবাইচ জাতীয় দল একটি স্বর্ণ এবং দুটি ব্রোঞ্জপদক জিতেছে।

ভিয়েতনাম আয়োজিত এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে ইরানি প্রতিযোগী জয়নাব নুরৌজি এবং কিমিয়া জারি মহিলাদের লাইটওয়েট ডাবলস ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পার্সটুডে লিখেছে, জয়নাব নওরোজি এবং কিমিয়া জারি ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং হংকংয়ের প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্বর্ণপদক লাভ করেন। ইরানি ডাবলস দল ৭:৩০.২২ সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে।

মাহসা জাভার এবং ফাতেমেহ মাজাল্লাল ফাইনালে উজবেকিস্তান, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, ফিলিপাইন এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। মহিলাদের হেভিওয়েট ডাবলস দল ৭:২২.৩০ সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। উজবেকিস্তান এবং ভিয়েতনাম প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে।

ইরানের আমির হোসেন মাহমুদপুর এবং আমির রেজা আবদোলিও পুরুষদের লাইটওয়েট নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ জিতেছে। ইরানের পুরুষদের লাইটওয়েট ডাবলস দল ৬:৪৩.২৪ সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।#

পার্সটুডে/জিএআর/১৮