ইউরেশিয়ার গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক | মধ্য এশিয়ার বিদ্যুৎ বাজার চালু
https://parstoday.ir/bn/news/world-i156484-ইউরেশিয়ার_গুরুত্বপূর্ণ_খবরের_এক_ঝলক_মধ্য_এশিয়ার_বিদ্যুৎ_বাজার_চালু
পার্সটুডে-বিশ্বব্যাংক মধ্য এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য এবং বিদ্যুৎ আন্তঃসংযোগের জন্য ১০ বছরের পরিকল্পনা অনুমোদন করেছে।
(last modified 2026-01-27T10:51:15+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৬ ১৬:৪৭ Asia/Dhaka
  •  মধ্য এশিয়ার বিদ্যুৎ বাজার
    মধ্য এশিয়ার বিদ্যুৎ বাজার

পার্সটুডে-বিশ্বব্যাংক মধ্য এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য এবং বিদ্যুৎ আন্তঃসংযোগের জন্য ১০ বছরের পরিকল্পনা অনুমোদন করেছে।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পরিষদ ১০ বছরের আঞ্চলিক বিদ্যুৎ আন্তঃসংযোগ এবং বাণিজ্য (REMIT) পরিকল্পনা অনুমোদন করেছে। এই মহৎ উদ্যোগটি মধ্য এশিয়ায় প্রথম আঞ্চলিক বিদ্যুৎ বাজার তৈরির জন্য ডিজাইন করা হয়েছে এবং আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য জোরদার, শক্তি সঞ্চালন ক্ষমতা বৃদ্ধিসহ বৃহৎ আকারের নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে।

সেন্ট্রাল এশিয়ান টাইমস ওয়েবসাইট জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে এ অঞ্চলে বিদ্যুতের চাহিদা তিনগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও বিদ্যুৎ বাণিজ্য বর্তমানে এ অঞ্চলের মোট চাহিদার মাত্র তিন শতাংশ পূরণ করে।

REMIT প্রোগ্রামটি মধ্য এশিয়ার দেশগুলোর বৈচিত্র্যময় জ্বালানি সম্পদকে কাজে লাগানোর এবং পরিপূরক পদ্ধতিতে সেগুলো ব্যবহার করার চেষ্টা করে। কিরঘিজস্তান এবং তাজিকিস্তানে জলবিদ্যুৎ, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানে কয়লা এবং প্রাকৃতিক গ্যাস থেকে তাপবিদ্যুৎ, সেইসাথে এ অঞ্চলের ক্রমবর্ধমান সৌর ও বায়ু ক্ষমতা, এই পরিকল্পনার অংশ।

এই পরিকল্পনার লক্ষ্য হল একটি আঞ্চলিক বিদ্যুৎ বাজার তৈরি করা, লক্ষ লক্ষ গ্রাহককে সেবা প্রদানের জন্য আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণ করা এবং ট্রান্সমিশন ক্ষমতা বৃদ্ধি করে অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আন্তঃসংযুক্ত এবং স্থিতিস্থাপক করে তোলা।

সিআইএস দেশগুলো ইউনিয়নের চেয়ারম্যান পদে তুর্কমেনিস্তানকে সমর্থন করে

অন্যদিকে, সিআইএস দেশগুলো ২০২৬ সালে ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য তুর্কমেনিস্তানের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে, যা সোভিয়েত-পরবর্তী ব্লকে আশক আবাদের ভূমিকার বিষয়ে তাদের ঐকমত্যকে প্রতিফলিত করে।

টাইমস অফ সেন্ট্রাল এশিয়া ওয়েবসাইট জানিয়েছে, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের নির্বাহী কমিটির বিবৃতি অনুসারে, সদস্য রাষ্ট্রগুলো সাংগঠনিক, বিশ্লেষণাত্মক এবং সমন্বয় সহায়তাসহ তুর্কমেনিস্তানের চেয়ারম্যানশিপ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে সম্মত হয়েছে। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের কর্মকর্তা এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনার সময় এই প্রতিশ্রুতি নিয়ে কথা হয়েছিল, যেখানে সংগঠনের মধ্যে ধারাবাহিকতা এবং ব্যবহারিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছিল। স্থায়ী নিরপেক্ষতার নীতি বজায় রাখে এবং সাধারণত বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোতে তার অংশগ্রহণ সীমিত করে, অর্থনৈতিক সহযোগিতা, পরিবহন সংযোগ এবং মানবিক উদ্যোগের ওপর জোর দেওয়ার জন্য চেয়ারম্যান পদটি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন