নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দফতরের মর্যাদাকে মাটিতে মিশিয়েছেন, খোলা চিঠিতে আক্রমণে মনমোহন সিংহ
https://parstoday.ir/bn/news/event-i138174-নরেন্দ্র_মোদী_প্রধানমন্ত্রীর_দফতরের_মর্যাদাকে_মাটিতে_মিশিয়েছেন_খোলা_চিঠিতে_আক্রমণে_মনমোহন_সিংহ
শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণ শনিবার। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। আর বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩১, ২০২৪ ১৮:২২ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দফতরের মর্যাদাকে মাটিতে মিশিয়েছেন, খোলা চিঠিতে আক্রমণে মনমোহন সিংহ

শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণ শনিবার। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। আর বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

শনিবার অন্য অনেক রাজ্যের সঙ্গে পfঞ্জাবেও ভোট রয়েছে। দেশবাসীর উদ্দেশে চিঠি লিখলেও মূলত পঞ্জাবিদের উদ্দেশেই বার্তা দিতে চেয়েছেন মনমোহন। সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘মোদীজির আগে কোনও প্রধানমন্ত্রী জনসমক্ষে এত নিম্ন মানের কথা বলেননি। যে কথার মধ্যে ঘৃণা এবং বিভেদ ভরা। মোদীজি প্রধানমন্ত্রীর দফতরের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন।’’

কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে মনমোহন লিখেছেন, ‘‘পাঞ্জাবে ৭৫০ জন চাষির মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর মুখে সে প্রসঙ্গে কোনও কথা শোনা যায়নি। অথচ আন্দোলনকারীদের তিনি পরজীবী বলে কটাক্ষ করেছেন।’’ মনমোহনের দাবি, কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে। কিন্তু ১০ বছরে মোদী সরকার তা পূরণ করেনি। উল্টে সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ করেছে। যা থেকে বিজেপির জাতীয়তাবাদের মুখোশ খুলে গিয়েছে বলে খোলা চিঠিতে লিখেছেন মনমোহন। সেনাবাহিনীতে পঞ্জাবের ভূমিকার ইতিহাসও স্মরণ করিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

মোদী জমানায় সামগ্রিকভাবে গৃহস্থের সঞ্চয় এবং আমজনতার ক্রয়ক্ষমতাও তলানিতে গিয়ে ঠেকেছে বলে দাবি করেছেন মনমোহন। সার্বিক ভাবে এই ১০ বছরে সব দিক থেকেই ভারত নিম্নগামী হয়েছে বলে দাবি করেছেন মনমোহন। ভোটারদের উদ্দেশে সাাবেক প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘এই শেষ সুযোগ ভারতের সংবিধান, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ পরিকাঠামোকে রক্ষা করার। সে কথা ভেবে আপনারা আপনাদের মত প্রদান করুন।’’#

 

পার্সটুডে/বাবুল আখতার/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।