ইয়েমেনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে আইআরজিসি সম্পূর্ণরূপে প্রস্তুত: জেনারেল পাকপুর
https://parstoday.ir/bn/news/event-i153238-ইয়েমেনের_সঙ্গে_কৌশলগত_সম্পর্ক_জোরদার_করতে_আইআরজিসি_সম্পূর্ণরূপে_প্রস্তুত_জেনারেল_পাকপুর
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে যে তারা বিশ্বব্যাপী আধিপত্যকামী এবং আন্তর্জাতিক ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরো গভীর করতে সম্পূর্ণরূপে প্রস্তুত।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২০, ২০২৫ ১৯:০৮ Asia/Dhaka
  • আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর
    আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে যে তারা বিশ্বব্যাপী আধিপত্যকামী এবং আন্তর্জাতিক ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরো গভীর করতে সম্পূর্ণরূপে প্রস্তুত।

রোববার এক বার্তায়, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল-মাদানির প্রতি সমবেদনা জানিয়েছেন। মেজর জেনারেল মোহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারী আগস্টে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে মারা যান। তার বেশ কয়েকজন সঙ্গী এবং ১৩ বছর বয়সী ছেলে হুসেনও মারা যান। পাকপুর বলেন, ঘামারীর শাহাদাত ইয়েমেনি জাতির নিপীড়িত জনগণ এবং ন্যায়বিচারপ্রার্থীদের বিশেষ করে ফিলিস্তিন ও গাজার জনগণের জন্য লড়াইয়ে মুসলিম জাতির শপথপ্রাপ্ত শত্রুদের মোকাবেলা করার জন্য তাদের দৃঢ় সংকল্পকে আরো বাড়িয়ে তুলবে।

আইআরজিসি প্রধান ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে মাদানীকে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন, বলেছেন যে এটি গামারীর পথ অব্যাহত রাখার এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার ইঙ্গিত দেয়।

বৃহস্পতিবার এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে যে, ফিলিস্তিনের সমর্থনে দায়িত্ব পালন করার সময় গামারি শহীদ হয়েছেন। বিবৃতিতে তাকে এবং তার সহযোদ্ধাদের গভীর জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে তাদের লক্ষ্যে নিবেদিতপ্রাণ অবিচল যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে।

২৮শে আগস্টের বিমান হামলায় ইয়েমেনির প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি এবং বেশ কয়েকজন মন্ত্রীও নিহত হন। সানা সরকার গত এক বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করার জন্য যখন একটি নিয়মিত কর্মশালা আয়োজন করছিল যখন ইসরায়েলি যুদ্ধবিমান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে।#
 

পার্সটুডে/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।