ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়ে ইরাকি অফিসারদের প্রশিক্ষণ
https://parstoday.ir/bn/news/west_asia-i153236-ইরানের_সামরিক_বিশ্ববিদ্যালয়ে_ইরাকি_অফিসারদের_প্রশিক্ষণ
পার্স টুডে - ইরাকি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের দাফুস আর্মি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও শিক্ষাগত স্তরের প্রশংসা করেছেন এবং ঘোষণা করেছেন যে ইরাকি অফিসাররা ইরানে সামরিক প্রশিক্ষণ নেয়া পছন্দ করেন।
(last modified 2025-10-21T04:09:13+00:00 )
অক্টোবর ২০, ২০২৫ ১৬:৪৬ Asia/Dhaka
  • ২০ অক্টোবর, ২০২৫ তারিখে DAFOOS-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন ভ্যালিভান্দ-জামানি (ডান থেকে ৩য়) তার ইরাকি প্রতিপক্ষ মুস্তাফা মাহদি (ডান থেকে ৩য়)
    ২০ অক্টোবর, ২০২৫ তারিখে DAFOOS-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন ভ্যালিভান্দ-জামানি (ডান থেকে ৩য়) তার ইরাকি প্রতিপক্ষ মুস্তাফা মাহদি (ডান থেকে ৩য়)

পার্স টুডে - ইরাকি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের দাফুস আর্মি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও শিক্ষাগত স্তরের প্রশংসা করেছেন এবং ঘোষণা করেছেন যে ইরাকি অফিসাররা ইরানে সামরিক প্রশিক্ষণ নেয়া পছন্দ করেন।

ইরাকি জাতীয় প্রতিরক্ষা ও সামরিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল আকিল মুস্তাফা মাহদী একটি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদলকে সাথে নিয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর কমান্ড ও স্টাফ বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে ফার্সি ভাষায় দাফুস) পরিদর্শন করেছেন।

ইরানি সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরাকি জাতীয় প্রতিরক্ষা ও সামরিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের প্রধান এই সফরের শুরুতে বলেছেন: "দুটি বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশী দেশ ইরান ও ইরাকের মধ্যে সম্পর্কগুলো ঐতিহাসিক যা সাম্প্রতিক বছরগুলোয় প্রত্যাশিত মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করি যে এইসব সম্পর্ক আরও জোরদার ও বিকশিত হবে।

ইরাকি জাতি কখনো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন ও সহায়তা ভুলবে না- এ কথা উল্লেখ করে তিনি বলেন: "আমরা খুবই আনন্দিত যে ইরাকি অফিসাররা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে স্নাতক ডিগ্রিধারী হচ্ছেন। তিনি আরও বলেছেন, ইরাকি শিক্ষার্থীদের জন্য অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব, কিন্তু আমরা তাদেরকে ইরানে পড়াশোনা করাতে পছন্দ করি, কারণ আমরা নিশ্চিত যে ইরানি সেনাবাহিনীর দাফুৃস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জ্ঞানগত অবস্থা এবং গুণগত স্তর বেশ উচ্চ পর্যায়ের।

এ বৈঠকের পর ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন ভ্যালিভান্দ জামানি বলেন: "সামরিক ক্ষেত্রে আমরা ইরাকিদের সাথে সুসম্পর্কের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছি এবং তা বিকাশে আগ্রহী। আমরা নতুন শিক্ষাবর্ষে আর্মি ডিএভোসে ইরাকি শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখতে আগ্রহী, এবং স্বাভাবিকভাবেই যদি আমাদের সহযোগিতা বৃদ্ধি পায় তাহলে আমরা অধ্যাপক বিনিময় করতে প্রস্তুত।"

ব্রিগেডিয়ার জেনারেল জামানি বলেন: "ইরান ও ইরাকের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য এবং আমরা আশা করি যে উভয় দেশই তাদের উচ্চ লক্ষ্য অর্জনের জন্য সমন্বয়ের পথে সফলভাবে ও গর্বের সাথে এগিয়ে যাবে।"

পার্স টুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।