ইরানি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
ফিলিস্তিনি প্রতিরোধ আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলকে একঘরে করেছে
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যার মুখে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর দৃঢ়চেতা লড়াইয়ের প্রশংসা করে বলেছেন, গাজার প্রতিরোধকামী যোদ্ধারা দখলদার ইসরাইলকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলেছে।
আজ (শুক্রবার) রাজধানী তেহরানে জুমার নামাজে মুসল্লিদের উদ্দেশে বক্তৃতাকালে বাকেরি কানি বলেন, “গত ৭ অক্টোবর যখন অপারেশন আল-আকসা স্টর্ম শুরু হয় তখন কোনো দেশ ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়নি। এমনকি তারা অন্যান্য দেশের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ক্ষেত্র প্রস্তুত করছিল। কিন্তু এখন লাতিন আমেরিকাসহ বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক দেশ ইহুদিবাদী ইসরাইলের সাথে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরাইলি গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে’র আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে। গত শুক্রবার, হেগ-ভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত দখলদার ইসরাইলকে দক্ষিণ গাজার রাফাহ শহরে তাদের সামরিক আগ্রাসন বন্ধের নির্দেশ দেয়।
আইসিজে বলেছে, "ইসরাইলকে অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে এবং রাফাহ শহরে অন্য যেকোন কর্মকাণ্ড যা গাজায় ফিলিস্তিনিদের জীবনের ওপর আঘাত করতে পারে তা বাতিল করতে হবে।”#
পার্সটুডে/এসআইবি/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।