গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনা সমর্থন করলেন লাপিদ
https://parstoday.ir/bn/news/event-i138228-গাজায়_যুদ্ধ_বন্ধ_করার_ব্যাপারে_বাইডেনের_পরিকল্পনা_সমর্থন_করলেন_লাপিদ
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত পরিকল্পনা মেনে নিলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর যে হুমকি দুই ইসরাইলি মন্ত্রী দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০২, ২০২৪ ১০:৩২ Asia/Dhaka
  • ইয়াইর লাপিদ
    ইয়াইর লাপিদ

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত পরিকল্পনা মেনে নিলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর যে হুমকি দুই ইসরাইলি মন্ত্রী দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ।

তিনি বলেছেন, ওই হুমকির মাধ্যমে ইসরাইলের জাতীয় নিরাপত্তা, পণবন্দিদের জীবন এবং উত্তর ও দক্ষিণ ইসরাইলের অধিবাসীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হয়েছে। লাপিদ আরো বলেন, দুই মন্ত্রী চিরকাল যুদ্ধ জিইয়ে রাখতে চান।

গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিলে নেতানিয়াহু মন্ত্রিসভার পতন ঘটানোর হুমকি দিয়েছেন ইসরাইলি অর্থমন্ত্রী স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির।  তাদের হুমকির জবাবে লাপিদ নেতানিয়াহুকে বলেছেন, ওই দুই মন্ত্রী জোট সরকার থেকে বেরিয়ে গেলেও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারের পতন দাবি করবেন না। লাপিদ বলেন, ইসরাইলকে এখনই হামাসের সঙ্গে চুক্তিতে যেতে হবে তা নাহলে গাজায় ইসরাইলি পণবন্দিরা মারা যাবে।

ইসরাইলের বিরোধী নেতা আরো বলেন, ইসরাইল সরকার প্রেসিডেন্ট বাইডেনের গুরুত্বপূর্ণ ভাষণকে উপেক্ষা করতে পারে না। আলোচনার টেবিলে একটি চুক্তি রয়েছে এবং তা গ্রহণ করতে হবে।

গাজা যুদ্ধ বন্ধ করে পণবন্দিদের মুক্ত করে আনার ব্যাপারে ইসরাইলি শীর্ষ কর্মকর্তাদের মধ্যে চলমান মতবিরোধ প্রকট হয়ে ওঠার বিষয়টিকে পর্যবেক্ষকরা গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয়ের ইঙ্গিত বলে মনে করছেন। তারা বলছেন, প্রায় আট মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও পণবন্দিদের জীবিত উদ্ধার করতে না পেরে ইসরাইলি নেতাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা মুখে যাই বলুক, কোনোমতে হামাসের সঙ্গে চুক্তি করে তাদের পণবন্দিদের মুক্ত করে নিতে পারলেই তারা এখন হাঁফ ছেড়ে বাঁচে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২