আইএইএ’র আসন্ন বৈঠকে ইরানবিরোধী প্রস্তাবের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i138248
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করলে পরিস্থিতির চরম অবনতি হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৩, ২০২৪ ১৪:৩৯ Asia/Dhaka
  • আইএইএ’র আসন্ন বৈঠকে ইরানবিরোধী প্রস্তাবের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করলে পরিস্থিতির চরম অবনতি হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া।

ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ নিজের এক্স একাউন্টে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের নিয়মিত বৈঠকের আগ মুহূর্তে ইরানবিরোধী প্রস্তাব পাসের পরিণতি সম্পর্কে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

উলিয়ানভ বলেন, “শিগগিরই বোর্ড অব গভর্নর্সের যে বৈঠক শুরু হতে যাচ্ছে সেখানে ইরানবিরোধী কোনো প্রস্তাব পাস হবে না বলে আমি আশা করছি। কারণ, তাতে কোনো ইতিবাচক ফল পাওয়া যাবে না বরং পরিস্থিতির চরম অবনতি হতে পারে।”

আজ (সোমবার) থেকে আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এ বৈঠককে সামনে রেখে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব তৈরি করেছে বলে কয়েকটি ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে।

তবে ওই সূত্রগুলো একথাও বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের প্রস্তাবের ব্যাপারে সায় দেয়নি কারণ, ওয়াশিংটন মনে করছে তাতে মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরো অবনতি হবে।

এর আগে ২০২২ সালের নভেম্বরে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা আইএইএ’তে একটি প্রস্তাব পাস করেছিল যাতে ইরানের বিরুদ্ধে আইএইএ’কে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছিল। তবে রাশিয়া ও চীন ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সম্প্রতি ইরান তার বিরুদ্ধে আবার কোনো প্রস্তাব আনার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, তেহরান আইএইএ’কে সবরকম সহযোগিতা করা সত্ত্বেও এ ধরনের প্রস্তাব আনা হবে অর্থহীন। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।