জুন ০৪, ২০২৪ ১৫:৪২ Asia/Dhaka
  • ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি
    ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি

লেবানন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালানোর বিরুদ্ধে ইহুদিবাদীদের সতর্ক করে দিয়েছে ইরান। গতকাল (সোমবার) লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।

তিনি বলেন, লেবানন ও হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালানোর কথা চিন্তা করাও উচিত হবে না গাজা যুদ্ধের চোরাবালিতে আটকে পড়া ইহুদিবাদী ইসরাইলের। বৈরুতে ইরানি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্য রাখার আগে তিনি লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। লেবানন সফর শেষে তিনি সিরিয়া সফরে যাবেন বলে কথা রয়েছে। 

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি বলেন, গাজা যুদ্ধের আট মাসে ইসরাইল চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছে এবং তারা এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। অথচ এই যুদ্ধে আমেরিকা ইহুদিবাদী ইসরাইলকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে। 

আলী বাকেরি কানি বলেন, যদি ইসরাইলি কর্মকর্তারা যথেষ্ট বুদ্ধিমান হতো তাহলে তারা লেবাননের প্রতিরোধ আন্দোলনের সাথে যুদ্ধে লিপ্ত হতো না। দখলদার সরকারের অপরাধের কারণে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪

 

ট্যাগ