জুন ০৪, ২০২৪ ১৬:৩৬ Asia/Dhaka
  • বরিস টিটোভ
    বরিস টিটোভ

রাশিয়া এবং চীন অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করার জন্য নতুন একটি ব্যবস্থা চালু করার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্সিয়াল বিজনেস রাইট কমিশনার বরিস টিটোভ। এই ব্যবস্থা চালু হলে পশ্চিমা অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সুইফট সিস্টেম এড়িয়ে নিজেদের ব্যবস্থাপনায় আন্তঃসীমান্ত লেনদেন সম্পন্ন করতে পারবে।

বরিস টিটোভ জানান, সুইফট সিস্টেম থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা জোরদার করেছে মস্কো ও বেইজিং। সুইফট সিস্টেমকে এড়িয়ে দুই দেশ নিজেদের জাতীয় মুদ্রায় লেনদেন করার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, বহু আঞ্চলিক ব্যাংক এরইমধ্যে চীনের সিআইপিএস সিস্টেম ব্যবহার করছে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের বিষয়টি আরো জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়া এবং চীনের মধ্যে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার জন্য যে চায়না-রাশিয়া ফ্রেন্ডশিপ কমিটি রয়েছে তারও চেয়ারম্যান বরিস টিটোভ। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা বহু দেশ ও ব্যাংক রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে পশ্চিমা সুইফট সিস্টেম থেকে রাশিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর থেকে মস্কো অভ্যন্তরীণভাবে নির্ভরযোগ্য বিকল্প অর্থনৈতিক লেনদেনের ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪

 

ট্যাগ