সুইফটের বিকল্প ব্যবস্থার পথে ব্রিকস; আফ্রিকার অর্থনৈতিক স্বাধীনতাও নিশ্চিত হবে
https://parstoday.ir/bn/news/world-i140008-সুইফটের_বিকল্প_ব্যবস্থার_পথে_ব্রিকস_আফ্রিকার_অর্থনৈতিক_স্বাধীনতাও_নিশ্চিত_হবে
রাশিয়ার সংসদ দুমার উপ-প্রধান আলেকজান্ডার বাবাকোভ বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের বিষয়ে বার্তা আদানপ্রদানের মাধ্যম সুইফটের মতো নতুন ব্যবস্থা ব্রিকস সদস্য দেশগুলোর অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৭, ২০২৪ ১৯:৫৩ Asia/Dhaka
  • আলেকজান্ডার বাবাকোভ
    আলেকজান্ডার বাবাকোভ

রাশিয়ার সংসদ দুমার উপ-প্রধান আলেকজান্ডার বাবাকোভ বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের বিষয়ে বার্তা আদানপ্রদানের মাধ্যম সুইফটের মতো নতুন ব্যবস্থা ব্রিকস সদস্য দেশগুলোর অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—প্রাথমিকভাবে এ পাঁচ দেশ ব্রিকস গঠন করেছিল। পরে ইসলামি প্রজাতন্ত্র ইরান, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়াকে সদস্য করা হয়। এসব দেশ মার্কিন আধিপত্যের মোকাবেলায় আর্থিক লেনদেনের বিষয়ে বার্তা আদানপ্রদানের নিজস্ব মাধ্যম গড়ে তুলতে চাইছে। পার্সটুডে ও ইরনা জানিয়েছে, ব্রিকসভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে তথ্য বিনিময়ের জন্য একটি বিশেষ চ্যানেল এরিমধ্যে তৈরি করা হয়েছে।

রুশ দুমার উপ-প্রধান আরও বলেনে, নব্য ঔপনিবেশিক নিয়ন্ত্রণ মোকাবেলায় সুইফটের মতো নতুন ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। এছাড়া আফ্রিকার দেশগুলোর উন্নয়নে পশ্চিমারা আর্থিক সহায়তা দেয় না। কিন্তু এই ব্যবস্থা এ ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

সুইফট এর পূর্ণরূপ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকম্যুনিকেশন। বিশ্বব্যাপী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক লেনদেন করতে এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়। আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য সুইফটকে একটি নিরাপদ নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিষ্ঠানটি মূলত একটি তাৎক্ষণিক মেসেজিং ব্যবস্থা, যা কোনো লেনদেনের ব্যাপারে গ্রাহককে তাৎক্ষণিক জানিয়ে দেয়। বিশ্বের অধিকাংশ ব্যাংক নিজেদের মধ্যকার বার্তা আদান প্রদানের কাজে সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে।

১৯৭৩ সালে তৈরি হওয়া এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বেলজিয়ামে অবস্থিত হলেও মার্কিন ব্যাংকগুলোর পরিচালকেরাই এর নির্বাহী বোর্ডের সদস্য।

পার্সটুডে জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটন অনেকবার সুইফট-কে ব্যবহার করেছে। এ কারণে রাশিয়া তথা ব্রিকসের সদস্য দেশগুলো পশ্চিমাদের অন্যায় আচরণের বিপরীতে সুইফটের পরিবর্তে বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।