ইউরোপের ৩ দেশের সমালোচনা
পক্ষপাতহীনভাবে পরমাণু বিষয়ে রিপোর্ট করুন: আইএইএ-কে ইরান
আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইএইএ-কে পক্ষপাতহীনভাবে রিপোর্ট করার জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে ছয় জাতি গোষ্ঠীর সাথে সই হওয়া পরমাণু সমঝোতার আওতায় তেহরান সম্পূর্ণভাবে এই সংস্থাকে সহযোগিতা করছে বলেও জানিয়েছে।
গতকাল (মঙ্গলবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের স্থায়ী মিশন থেকে এক ব্যাখ্যামূলক নোটে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় আইএইএ’র পক্ষ থেকে পরিচালিত সমস্ত নজরদারিমূলক কাজকর্ম বাস্তবায়নের জন্য ইরান সর্বাত্মক সহযোগিতা করেছে।
ইরানের ব্যাখ্যামূলক নোটে আরো বলা হয়েছে, আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এবং সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়নে ইউরোপের তিন দেশের অক্ষমতা বিবেচনায় নিয়ে ইরান পরমাণু সমঝোতার অংশবিশেষ বাস্তবায়ন স্থগিত করে দেয় যা তেহরানের অধিকার বলে পরমাণু সমঝোতায় স্বীকৃত।
ইরান তার ব্যাখ্যামূলক নোটে আরো বলেছে, ইউরোপের তিন দেশ তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা একটি বেআইনি কাজ এবং পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থতা।
ইরান তার ব্যাখ্যামূলক নোটে অভিযোগ করেছে, আইনগত দৃষ্টিকোণ থেকে দেখলে আইআইএ অনির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে তাদের মূল্যায়ন রিপোর্ট তৈরি করে এবং এক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ ডকুমেন্টের ওপর আইএইএ বেশিরভাগ সময় নির্ভর করে যা ইরানের সাথে আইএইএ’র সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে তেহরান বিবেচনা করে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৫