স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে যাবে না হামাস: ইয়াহিয়া সিনওয়ার
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে সই করবে না।
যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করছেন তাদের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ কথা জানিয়েছেন হামাসের এই জাঁদরেল নেতা। ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় হামাসের প্রধান নেতা। তিনি চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
বর্তমানে আমেরিকার একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এই প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের এই শক্তিমান নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির পূর্ণ নিশ্চয়তা থাকলেই কেবল তা মেনে নেওয়া হতে পারে। মার্কিন পত্রিকা 'ওয়াল স্ট্রিট জার্নাল' এসব তথ্য জানিয়েছে।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) মিশরের স্থানীয় সংবাদমাধ্যম বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে এবং এ বিষয়ে যোগাযোগ হয়েছে।
মিশরের সংবাদ মাধ্যম আরও দাবি করেছে, হামাসের কাছ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে যেটাকে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার পথে অগ্রগতি হিসেবে গণ্য করা যায়।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লে্খা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।