জুন ০৮, ২০২৪ ০৯:২৩ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি- মোহাম্মাদ মোখবের
    নরেন্দ্র মোদি- মোহাম্মাদ মোখবের

ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের ভারতের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি শুক্রবার মোদিকে পাঠানো এক বার্তায় বলেন, মোদির শাসনামলে ভারত ইরানের অন্যতম প্রধান অংশীদারে পরিণত হয়েছে। 

আগামী দিনগুলোতে ইরান ও ভারতের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে প্রেসিডেন্ট মোখবের আশা প্রকাশ করেন।

দু’দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে তেহরান ও নয়াদিল্লি একসঙ্গে কাজ করে যাবে।

ভারতে এক মাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষিত হয় ৪ জুন মঙ্গলবার। ওই নির্বাচনে মোদির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি দল সর্বাধিক আসন লাভ করলেও এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তা সত্ত্বেও এনডিএ জোটের শরিকদের সমর্থন নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজই (শনিবার) ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ গ্রহণ করবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮

ট্যাগ