ব্রিটিশ নয়া প্রধানমন্ত্রীকে পুতিন কেন অভিনন্দন জানাবেন না?
https://parstoday.ir/bn/news/world-i139346-ব্রিটিশ_নয়া_প্রধানমন্ত্রীকে_পুতিন_কেন_অভিনন্দন_জানাবেন_না
পার্সটুডে-ক্রেমলিন প্রাসাদের মুখপাত্র বলেছেন: পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না। রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখার কথা উল্লেখ করে ওই আশঙ্কার কথা জানান দিমিত্রি পেসকভ।
(last modified 2025-07-29T13:26:25+00:00 )
জুলাই ০৬, ২০২৪ ১৭:২০ Asia/Dhaka
  • ব্রিটিশ নয়া প্রধানমন্ত্রীকে পুতিন কেন অভিনন্দন জানাবেন না?
    ব্রিটিশ নয়া প্রধানমন্ত্রীকে পুতিন কেন অভিনন্দন জানাবেন না?

পার্সটুডে-ক্রেমলিন প্রাসাদের মুখপাত্র বলেছেন: পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না। রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখার কথা উল্লেখ করে ওই আশঙ্কার কথা জানান দিমিত্রি পেসকভ।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেন ওই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। মস্কোর নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রতি পশ্চিমাদের ভ্রক্ষেপহীনতা এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ থেকে ওই যুদ্ধ শুরু হয়েছিল। পার্সটুডে আরও জানিয়েছে, লন্ডন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে, ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা ও সংঘাত বাড়িয়ে দিয়েছিল। ব্রিটেন এখন পর্যন্ত রাশিয়ার ১১শ'রও বেশি নাগরিক এবং ৮০০ টিরও বেশি সরকারী সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের আরও বলেন: লন্ডন একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে। সে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির বিজয় এবং নয়া প্রধানমন্ত্রী স্যার কেয়ার রডনি স্টারমারকে অভিনন্দন জানাবার সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে।

পুতিন স্টার্মারের বিজয়কে স্বাগত জানাবেন কিনা-জানতে চাইলে পেসকভ স্পষ্ট করে বলেন: সবকিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের ওপর। যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না।

গতকাল (বৃহস্পতিবার) ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি ৬৫০ আসনের মধ্যে ৪১২ আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগ করতে বাধ্য হন।#

পার্সটুডে/এনএম /৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।