সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ, নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল আফগানরা
(last modified Sat, 08 Jun 2024 04:31:52 GMT )
জুন ০৮, ২০২৪ ১০:৩১ Asia/Dhaka
  • সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ, নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল আফগানরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। অন্যদিকে এই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা অনেকটাই বেজে গেল শ্রীলঙ্কার। টানা দুই হারে সুপার ফোরের সমীকরণটা কঠিন হয়ে উঠল লঙ্কানদের।  

আজ (শনিবার) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লেগ স্পিনার রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

১২৫ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে বেশ বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটারদের। দলীয় ২৮ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। তানজিদ হাসান তামিম ৬ বলে ৩, নাজমুল হাসান শান্ত ১৩ বলে ৭ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার।

এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন লিটন দাস। ৬৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৯১ ও ৯৯ রানে ২০ বলে ৪০ রান করে হৃদয় ও লিটন ৩৮ বলে ৩৬ রান করে আউট হন। 

এরপর দলীয় ১০৯ রানে ১৪ বলে ৮ রান করে সাকিব আল হাসান আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ।

১২ বলে দরকার ১১। হাতে ২ উইকেট। শ্রীলঙ্কার জমিয়ে তোলা খেলা বুমারেং হয়ে যায় দাসুন শানাকার ওভারে। ১৯তম করতে এসে প্রথম বলটাই করলেন ফুলটস। তাতে অনায়াসে ছক্কা মেরে ম্যাচ মুঠোয় নিয়ে নেন মাহমুদউল্লাহ। বাকি রান নিতে আর সমস্যা হয়নি বাংলাদেশের। ১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান তুষারা নেন ৪টি উইকেট। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন দুটি। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৩ রান করে ফেলে শ্রীলঙ্কা। ৯ ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫০ রান করতে পারে। নিসাঙ্কার আউটের পর ২৫ বলে ২৫ রান তুলেছে তারা। ডেথে লঙ্কানদের বিপদে ফেলেন মূলত রিশাদ হোসেনই। নিসাঙ্কার আউটের পর আসালাঙ্কা ও ধনাঞ্জয়া মিলে ইনিংস মেরামতে মনোযোগ দিয়েছিলেন। এই জুটি ভাঙেন রিশাদ। শুরুতে আসালাঙ্কাকে ফিরিয়েছেন।

তার পর দারুণ বোলিংয়ে আরও দুই উইকেট নিয়ে শেষ দিকে লঙ্কানদের চাপে ফেলেছেন তিনি-ই। চাপে পড়েই লঙ্কানটা দিশা হারিয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথুস কিছুটা রান করায় শ্রীলঙ্কা ৯ উইকেটে ১২৪ রানে থেমেছে। তবে শেষ ওভারে তানজিম সাকিবের মিতব্যয়ী বোলিংও লঙ্কানদের অল্পতে বেঁধে রাখতে অবদান রেখেছে। শেষ ওভারে ম্যাথুসকেও (১৬) সাজঘরে পাঠিয়েছেন তিনি। 

বাংলাদেশ শিবিরে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। কাটার মাস্টার ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। রিশাদ ২২ রানে নিয়েছেন ৩টি। তাসকিন ২৫ রানে দুটি নিয়েছেন। একটি নিয়েছেন তানজিম সাকিব। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান রিশাদ হোসেন।

একই দিন, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে আফগানরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৯ রান তোলে তারা। জবাবে ২৮ বল বাকি থাকতে স্রেফ ৭৫ রানে গুটিয়ে যায় কিউইরা। 

ম্যাচসেরা ওপেনার গুরবাজ ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ঝড়ো ৮০ রান। ৫৬ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে সমান পাঁচটি করে চার ও ছক্কা। তার কারণেই ইনিংসের দ্বিতীয় ভাগে পাল্টা আক্রমণে ১০৪ রান স্কোরবোর্ডে জমা করে আফগানরা। প্রথম ভাগে কোনো উইকেট না খোয়ালেও মাত্র ৫৫ রান আনতে পেরেছিল তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এটাই আফগানিস্তানের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড। সব মিলিয়ে তৃতীয় সেরা। ২০২১ সালের আসরে স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়েছিল তারা। আর চলমান আসরের আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে দলটি জিতেছিল ১২৫ রানে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ