গাজার নুসেইরাত শিবিরের হামলাকে ‘জঘন্য ও বীভৎস’ বলে নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i138440-গাজার_নুসেইরাত_শিবিরের_হামলাকে_জঘন্য_ও_বীভৎস’_বলে_নিন্দা_জানাল_ইরান
ইহুদিবাদী ইসরাইল শনিবার গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তাকে ‘জঘন্য ও বীভৎস’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৯, ২০২৪ ০৯:৩৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইহুদিবাদী ইসরাইল শনিবার গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তাকে ‘জঘন্য ও বীভৎস’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বিবৃতিতে বলেছেন, নুসেইরাত শিবিরে নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনিকে হত্যার ঘটনা গত আট মাস ধরে গাজায় চলমান ইসরাইলি পাশবিকতার ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার ফসল।

তিনি বলেন, গাজা উপত্যকায় মানবতার শত্রু  ইসরাইল যে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভীষণভাবে ব্যর্থ হয়েছে। ইরানের এই মুখপাত্র বলেন, “ধারাবাহিক এই নীরবতার ফল হয়েছে এই যে, ইহুদিবাদী ক্রিমিনালরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের গণহত্যামূলক অপরাধযজ্ঞ চালিয়ে যেতে পেরেছে।”

ইসরাইলকে প্রাণঘাতী বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র সরবরাহ করার জন্য তিনি আমেরিকা ও ইউরোপীয় দেশগুলিরও কড়া সমালোচনা করেন। কানয়ানি বলেন, কাজেই নুসেইরাতের গণহত্যায় নিহত নারী ও শিশুদের রক্তে ইউরোপ ও আমেরিকার হাতও রঞ্জিত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মানবাধিকারের কথিত প্রবক্তারা যখন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে তখন অন্তত মুসলিম দেশগুলোর উচিত তেলআবিবকে তার অপরাধযজ্ঞ বন্ধ করতে বাধ্য করার ব্যবস্থা নেয়া।

দখলদার ইহুদিবাদী সেনারা শনিবার গাজার দেইরাল বালাহ ও নুসেইরাত এলাকায় ভয়াবহ তাণ্ডব চালায়। তাদের গণহত্যামূলক অভিযানে নিরপরাধ নারী ও শিশুসহ অন্তত ২১০ ফিলিস্তিনি নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়।#

পার্সটুডে/এমএমআই/৯        

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।