জুন ১০, ২০২৪ ০৯:৪১ Asia/Dhaka
  • বেনি গান্তজ।
    বেনি গান্তজ।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মধ্যপন্থী রাজনীতিবিদ ও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্তজ।

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর তিনি বলেন, “৭ অক্টোবরের ভয়াবহ ক্ষতির পর আমি জরুরি মন্ত্রিসভায় যোগ দিয়ে গর্বিত ছিলাম। কিন্তু যুদ্ধের আট মাস পর এখন আমাদেরকে সামনে তাকাতে হবে।” তিনি সাংবাদিকদের আরো বলেন, “নেতানিয়াহু জানেন তার কী করা উচিত এবং তাকে অবশ্যই তা করতে হবে।” 

একই সাথে বেনি গান্তজ ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনি সাহসী হোন এবং যেটি সঠিক, সেটিই করুন। আমরা ঐক্য সরকার থেকে ভারাক্রান্ত হৃদয়ে সরে যাচ্ছি।”

বেনি গান্তজ ইয়োভ গ্যালান্টকে হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নতুন নির্বাচন দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং নেতা নিয়াহু কোনোভাবেই ইসরাইলের জনগণকে ছিন্নভিন্ন করতে পারেন না।

এদিকে, গান্তজের পদত্যাগের পর উল্লাস প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। বেনি গান্তজের এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়লেন, তেমনি কঠিন যুদ্ধের ভেতরে ইসরাইল আরো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়লো।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ