আল-আকসা তুফান অভিযানের দ্বিতীয় বার্ষিকীর দিনে
গাজা থেকে অধিকৃত ফিলিস্তিনে (ইসরায়েলে) ক্ষেপণাস্ত্র হামলা
-
গাজা থেকে অধিকৃত ফিলিস্তিনে (ইসরায়েলে) ক্ষেপণাস্ত্র হামলা
পার্স-টুডে: আজ ৭ অক্টোবর, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের দ্বিতীয় বার্ষিকীর দিনে ইসরায়েলি গণমাধ্যম গাজা থেকে আশেপাশের ইহুদি বসতিগুলোতে প্রতিরোধ বাহিনীর রকেট হামলা হয়েছে বলে খবর দিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে যে এই হামলার ফলে নেটিভ হা'আসরাহ বসতিসহ উত্তর গাজা উপত্যকার কয়েকটি ইসরায়েলি বসতিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
এই সূত্রগুলি জানিয়েছে যে গাজা উপত্যকা থেকে উত্তরে নেতিভ হা'আসরাহ শহরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। কোনো কোনো ইসরায়েলি সূত্র আরও দাবি করেছে যে রকেটটি শহরের একটি খোলা জায়গায় আঘাত করেছে এবং এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে যে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি, প্রায় এক লাখ ফিলিস্তিনি শহীদ ও নিখোঁজ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও আহত ও পঙ্গু হয়েছে এক লাখেরও বেশি ফিলিস্তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়কে অমান্য করে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর প্রস্তাব এবং গণহত্যা প্রতিরোধ ও গাজা উপত্যকার বিপর্যয়কর মানবিক পরিস্থিতির উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে তেল আবিব গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধ চালিয়ে যাচ্ছে। #
পার্স টুডে/এমএএইচ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।