আন্তর্জাতিক ঝুঁকি ব্যবস্থাপনায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় অংশগ্রহণ
https://parstoday.ir/bn/news/iran-i153752-আন্তর্জাতিক_ঝুঁকি_ব্যবস্থাপনায়_ইরানের_কেন্দ্রীয়_ব্যাংকের_সক্রিয়_অংশগ্রহণ
পার্সটুডে: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল অপারেশনাল রিস্ক ওয়ার্কিং গ্রুপ (আইওআরডব্লিওজি)”–এর ১৯তম আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের উপস্থিতি দেশের ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, বিশেষজ্ঞ জ্ঞানের বিনিময় এবং আন্তর্জাতিক অবস্থান শক্তিশালীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৬, ২০২৫ ১৭:৩০ Asia/Dhaka
  • ইরানের কেন্দ্রীয় ব্যাংক
    ইরানের কেন্দ্রীয় ব্যাংক

পার্সটুডে: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল অপারেশনাল রিস্ক ওয়ার্কিং গ্রুপ (আইওআরডব্লিওজি)”–এর ১৯তম আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের উপস্থিতি দেশের ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, বিশেষজ্ঞ জ্ঞানের বিনিময় এবং আন্তর্জাতিক অবস্থান শক্তিশালীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহসেন রাহিমজাদে নামভার জানান, আবুধাবিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে ইরানের অংশগ্রহণ বৈশ্বিক অভিজ্ঞতার নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং কেন্দ্রীয় ব্যাংক ও দেশের ব্যাংকিং নেটওয়ার্কে ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য একটি বাস্তব রূপরেখা তৈরি করেছে।

মেহর নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাহিমজাদে নামভার বলেন, নিষেধাজ্ঞার পরিস্থিতিতেও আন্তর্জাতিক আর্থিক মঞ্চে ইরানের সক্রিয় অংশগ্রহণ দেশের গতিশীল ও পেশাদার দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক বিশেষায়িত আলোচনায় স্থায়ীভাবে অংশ নেওয়ার অঙ্গীকারের প্রতীক।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক আর্থিক মানদণ্ড বাস্তবায়নের উচ্চ সক্ষমতা রয়েছে। এই সম্মেলনে আঞ্চলিক দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা প্রধানদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তদারকি সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই ছিল অন্যতম বড় সাফল্য। এই যোগাযোগ ভবিষ্যতে প্রশিক্ষণ, পরামর্শ এবং কার্যকর সহযোগিতার নতুন দিক খুলে দিতে পারে।

রাহিমজাদে নামভার জানান, আবুধাবি সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল “গভর্নেন্স, রিস্ক ও কমপ্লায়েন্স (জিআরসি)”, “ম্যাচুরিটি মডেল” এবং “আউটসোর্সিং ঝুঁকি ব্যবস্থাপনা”। তিনি বলেন, এই ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তনশীল জলবায়ু, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল সম্পদসহ নতুন উদীয়মান ঝুঁকির বিষয়ে সর্বাধুনিক বৈশ্বিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংককে সম্ভাব্য ঝুঁকির মোকাবেলায় পূর্বপ্রস্তুত অবস্থান নিতে সহায়তা করবে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, এই অংশগ্রহণের মূল সাফল্য হলো জাতীয় ব্যাংকিং ব্যবস্থায় অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট উন্নয়নের জন্য একটি বাস্তব কর্মপরিকল্পনা প্রণয়ন। তিনি জানান, ভবিষ্যতে আরও সক্রিয় অংশগ্রহণ, অভ্যন্তরীণ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং এমনকি এই আন্তর্জাতিক দলের বার্ষিক সম্মেলনের আয়োজক হিসেবে ইরানের সম্ভাব্য ভূমিকা নিয়েও পরিকল্পনা চলছে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অপারেশনাল রিস্ক ওয়ার্কিং গ্রুপ (আইওআরডব্লিওজি)–এর ১৯তম আন্তর্জাতিক সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক কার্যদলটি ২০০৬ সাল থেকে কার্যক্রম শুরু করেছে এবং বর্তমানে ১৩০টিরও বেশি কেন্দ্রীয় ব্যাংক সদস্য হিসেবে যুক্ত রয়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক ২০১৯ সাল থেকে এই গ্রুপের সদস্য।#

পার্সটুডে/এমএএআর/৬