গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা; ছয় ইসরায়েলি সেনা আহত
https://parstoday.ir/bn/news/event-i152738-গাজায়_ফিলিস্তিনি_যোদ্ধাদের_হামলা_ছয়_ইসরায়েলি_সেনা_আহত
পার্স-টুডে: ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নতুন করে অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ছয়জন সেনা আহত হয়েছে।
(last modified 2025-10-07T14:39:03+00:00 )
অক্টোবর ০৭, ২০২৫ ১৯:৫৭ Asia/Dhaka
  • গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা; ছয় ইসরায়েলি সেনা আহত

পার্স-টুডে: ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নতুন করে অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ছয়জন সেনা আহত হয়েছে।

হিব্রু ভাষার ওয়েবসাইট হাদাশোত বে'জামানের রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার হামাস যোদ্ধারা অবরুদ্ধ অঞ্চল জুড়ে ইসরায়েলি সেনা অবস্থান এবং টার্গেটগুলোতে প্রতিশোধমূলক আক্রমণ চালায়।

প্রতিবেদনে আজ সকালে একটি গুরুতর "নিরাপত্তাগত ঘটনার" দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক ফাঁড়িতে গুলি ও রকেট নিক্ষেপ করেছে।

হামলায় ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা "গুরুতর"। অভিযানের পর, হতাহতদের সরিয়ে নেয়ার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোকে এলাকার ওপর দিয়ে উড়তে দেখা গেছে।

এদিকে গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে যে আজ ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি গুলি বর্ষণে কমপক্ষে আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি, প্রায় এক লাখ ফিলিস্তিনি শহীদ ও নিখোঁজ  হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও আহত ও পঙ্গু হয়েছে এক লাখেরও বেশি  ফিলিস্তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়কে অমান্য করে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর প্রস্তাব এবং গণহত্যা প্রতিরোধ ও গাজা উপত্যকার বিপর্যয়কর মানবিক পরিস্থিতির উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে তেল আবিব গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধ চালিয়ে যাচ্ছে। # 

পার্স টুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

#