গাজা আলোচনায় অংশ নিতে ট্রাম্পের প্রতিনিধিরা শার্মুশ-শেখে পৌঁছেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i152768-গাজা_আলোচনায়_অংশ_নিতে_ট্রাম্পের_প্রতিনিধিরা_শার্মুশ_শেখে_পৌঁছেছে
পার্সটুডে-হামাস এবং ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনায় অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিরা শার্মুশ-শেখে পৌঁছেছেন।
(last modified 2025-10-08T15:38:51+00:00 )
অক্টোবর ০৮, ২০২৫ ১৯:৪৬ Asia/Dhaka
  • গাজা আলোচনায় অংশ নিতে ট্রাম্পের প্রতিনিধিরা শার্মুশ-শেখে পৌঁছেছে
    গাজা আলোচনায় অংশ নিতে ট্রাম্পের প্রতিনিধিরা শার্মুশ-শেখে পৌঁছেছে

পার্সটুডে-হামাস এবং ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনায় অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিরা শার্মুশ-শেখে পৌঁছেছেন।

ইসরাইলি চ্যানেল ১২ টিভি জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ হুইটকফ এবং জ্যারেড কুশনার শার্মুশ-শেখে পৌঁছেছেন।

মিশরে হামাস এবং ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনায় ট্রাম্পের দূতদের অংশগ্রহণ করার কথা রয়েছে।

গতকাল, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল-আতি তার জার্মান সমপক্ষ জোহান ওয়াদফুলের সাথে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ হুইটকফের নেতৃত্বে মার্কিন একটি প্রতিনিধি দল গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় যোগ দেবে।

আব্দুল-আতি আরও বলেন, ইসরাইলি ও হামাস প্রতিনিধিদের মধ্যে শার্মুশ-শেখে আলোচনা আঞ্চলিক অংশগ্রহণের মধ্য দিয়ে অব্যাহত রয়েছে এবং মার্কিন প্রতিনিধি দল এই আলোচনায় উপস্থিত থাকবে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য মিশরের শার্মুশ-শেখ শহরে হামাস এবং ইসরাইলি প্রতিনিধিদলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।