মার্কিন প্রতিনিধির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i152784-মার্কিন_প্রতিনিধির_সঙ্গে_কোনো_যোগাযোগ_হয়নি_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করে বলেছেন, উইটকফের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।
(last modified 2025-10-08T15:38:51+00:00 )
অক্টোবর ০৮, ২০২৫ ২০:৫৬ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করে বলেছেন, উইটকফের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।

বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আরাকচি কুয়েতের দৈনিক আল-জারিদা'র প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেন, “আমি তার সঙ্গে কোনো যোগাযোগ করিনি।”

কুয়েতের পত্রিকাটি দাবি করেছিল- সম্প্রতি আব্বাস আরাকচি ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং উভয়পক্ষ ইরানের পরমাণু আলোচনা পুনরায় শুরুর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।