চালু হলো প্রেসটিভির হিব্রু সার্ভিস
-
প্রেসটিভি হিব্রু সার্ভিসের লোগো
পার্সটুডে- ইরানের আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক প্রেসটিভি হিব্রুভাষীদের জন্য আনুষ্ঠানিকভাবে সংবাদ সেবা চালু করেছে।
প্রেসটিভির হিব্রু বিভাগ এক্স বা (সাবেক টুইটার)-এ @PresstvHebrew নামে অ্যাকাউন্ট চালু করেছে এবং একই নামে টেলিগ্রামেও একটি বিশেষ চ্যানেল খোলা হয়েছে। পার্স টুডে'র তথ্যমতে, খুব শিগগিরই হিব্রু ভাষার সংবাদ পরিবেশনের জন্য ওয়েবসাইটও চালু করা হবে। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে সংবাদ, গভীর বিশ্লেষণ ও মন্তব্য প্রকাশিত হবে।
ইরানের রেডিও–টেলিভিশন সংস্থার আন্তর্জাতিক বিভাগ জানিয়েছে, এই নেটওয়ার্কের মূল লক্ষ্য হলো হিব্রুভাষী দর্শকদের কাছে আঞ্চলিক পরিস্থতিসহ বিশ্বের ঘটনাবলির স্বাধীন ও নির্ভরযোগ্য বিবরণ পৌঁছে দেওয়া। সাম্প্রতিক বছরগুলোতে হিব্রু ভাষার গণমাধ্যম কঠোর নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের মুখে পড়েছে, তাই এই নতুন সংবাদ সেবা ভিন্নধর্মী তথ্য ও বিশ্লেষণ তুলে ধরার ক্ষেত্রে নতুন পথ খুলে দিতে পারে।
ইরানের রেডিও–টেলিভিশন সংস্থার আন্তর্জাতিক বিভাগের উপপ্রধান আহমাদ নওরোজি হিব্রু ভাষায় দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় ইহুদিবাদী ইসরায়েলে বিদ্যমান গণমাধ্যম পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, “ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হিব্রু মিডিয়ার ওপর সর্বোচ্চ মাত্রার সেন্সরশিপ আরোপ করেছে ইহুদিবাদী ইসরায়েল। অন্যরা সত্য জানুক সেটাকে ভয় পায় ইসরায়েল। আর হিব্রু ভাষার প্রেসটিভি সেই লুকানো বাস্তবতাগুলো সামনে তুলে ধরবে।”
দখলদার ইসরায়েলে হিব্রু ভাষা ব্যবহৃত হয়ে আসছে।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।