প্রতিরোধ জোটের প্রধান অগ্রাধিকার হলো গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা: ইসলামি জিহাদ
-
আলী আবু শাহিন
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য আলী আবু শাহিন বলেছেন, বর্তমানে প্রতিরোধ জোটের প্রধান অগ্রাধিকার হলো গাজায় চলমান যুদ্ধ ও বেসামরিক জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞের অবসান ঘটানো।
ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শারমুশ শেইখে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনায় মূল সমস্যা হলো- ইসরায়েল কোনো শর্ত বা নিশ্চয়তা (যুদ্ধ বন্ধের বিষয়ে) প্রদান না করেই তাদের বন্দিদের মুক্ত করতে চায়।
তিনি আরও বলেন- প্রতিরোধ ফ্রন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যেকোনো চুক্তিতে পৌঁছানোর পূর্বশর্ত হলো যুদ্ধ ও শত্রুপক্ষের হামলা সম্পূর্ণ ও সর্বাত্মকভাবে বন্ধ করা।
ইরনা'র প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা বুধবার শারমুশ শেইখে শুরু হয়েছে।
মিশরীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টায় আলোচনা শুরু হয় এবং এর মূল বিষয় ছিল বন্দি বিনিময়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা, দখলদার বাহিনী প্রত্যাহারের সীমা নির্ধারণ এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া পুনরায় চালু করা।
এই আলোচনার তৃতীয় দফায় উপস্থিত ছিলেন—মিশরের গোয়েন্দা বিভাগের প্রধান হাসান রাশাদ, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুররহমান আলে-সানি, তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার।
এই প্রসঙ্গে মিশরীয় সাংবাদিক ও লেখক সামির ওমর বলেছেন, শারমুশশেইখে গত দুই দিনের আলোচনায় দেখা গেছে, সব পক্ষই গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে চেষ্টা করছেন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।