আমেরিকার শাটডাউনের অবসান হয়নি; গণহারের কর্মচারী ছাঁটাইয়ের আশঙ্কা
https://parstoday.ir/bn/news/event-i152736-আমেরিকার_শাটডাউনের_অবসান_হয়নি_গণহারের_কর্মচারী_ছাঁটাইয়ের_আশঙ্কা
আমেরিকার সংসদের উচ্চকক্ষে সিনেট এবারও ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাসে ব্যর্থ হয়েছে। সিনেটে এটি টানা পঞ্চমবারের মতো তাদের ব্যর্থতা। এ বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন (অচলাবস্থা) কাটিয়ে আবার সচল হবে।  
(last modified 2025-10-07T14:15:26+00:00 )
অক্টোবর ০৭, ২০২৫ ২০:৩০ Asia/Dhaka
  • মার্কিন সংসদ
    মার্কিন সংসদ

আমেরিকার সংসদের উচ্চকক্ষে সিনেট এবারও ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাসে ব্যর্থ হয়েছে। সিনেটে এটি টানা পঞ্চমবারের মতো তাদের ব্যর্থতা। এ বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন (অচলাবস্থা) কাটিয়ে আবার সচল হবে।  

যুক্তরাষ্ট্রের সিনেটে ব্যয় বরাদ্দ-সংক্রান্ত বিল পাসের জন্য ৬০টি ভোট প্রয়োজন। কিন্তু এর কম ভোট পাওয়ায় গতকাল ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষের প্রস্তাবই ভেস্তে গেছে।

এই ভোটের আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, সিনেট আবার বিল পাসে ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের গণহারে ছাঁটাই করা হবে। তহবিল ফুরিয়ে যাওয়ায় হাজারো কর্মী পাঁচ দিন ধরে বিনা বেতনে কাজ করছেন।

ট্রাম্পের রিপাবলিকান সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের দ্বন্দ্বের কারণেই মূলত বাজেট পাস হচ্ছে না। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতির জন্য অর্থ বরাদ্দ চাইছে। কিন্তু ট্রাম্প ও রিপাবলিকানরা এতে ভেটো দিচ্ছে। এ কারণে ডেমোক্র্যাট সিনেটররা সরকার চালানোর জন্য বাজেটকেও অনুমোদন দিচ্ছে না।

ডেমোক্র্যাটরা ব্যয় বিলে স্বাস্থ্যসেবা খাতকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছে। বিপরীতে রিপাবলিকানরা নিরেট একটি ব্যয় বিলের জন্য চাপ দিচ্ছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, অচলাবস্থা কাটিয়ে উঠতে তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে একটি সমঝোতায় আসতে আগ্রহী।

গতকাল শুরুতে ডেমোক্র্যাটদের ব্যয় বরাদ্দ-সংক্রান্ত বিলের প্রস্তাব ৪৫-৫০ ভোটে বাতিল হয়ে যায়। এরপর ৫২-৪২ ভোটে রিপাবলিকানদের প্রস্তাবও বাতিল হয়ে যায়।

ভোটাভুটির পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সরকারে অচলাবস্থা বজায় থাকার পেছনে তিনি ডেমোক্র্যাটদের দায়ী করেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।