ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করল ইয়েমেন
(last modified Tue, 11 Jun 2024 05:01:50 GMT )
জুন ১১, ২০২৪ ১১:০১ Asia/Dhaka
  • ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করল ইয়েমেন

ইয়েমেনের নিরাপত্তা বাহিনী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে জড়িত একটি বিশাল নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম হাশেম আল-খাইওয়ানি সোমবার এ তথ্য জানিয়েছেন।

ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন যখন বিস্তীর্ণ জলরাশিতে সামরিক অভিযান চালাচ্ছে তখন গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক ধ্বংস করার এ খবর প্রকাশিত হলো। জেনারেল হাকিম বলেছেন, এই নেটওয়ার্কটি গত আট বছর ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তৎপরতা চালাচ্ছিল।

তিনি সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে বলেন, ধরা পড়ে যাওয়া নেটওয়ার্ক গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে শত্রুর গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে সরাসরি গুপ্তচরবৃত্তির প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করছিল।

ইয়েমেনের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে যে, আমেরিকা-ইসরায়েলের নেতৃত্বাধীন গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কটি ইয়েমেনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করতে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলিতে অনুপ্রবেশের জন্য ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের নিয়োগ দিয়েছিল।

নেটওয়ার্কের গুপ্তচররা ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলতে দেশটিতে বিভিন্ন রোগের জীবাণু ছড়িয়ে দিয়েছিল বলেও সানা জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে নেটওয়ার্কটি ইয়েমেনে ইঙ্গো-মার্কিন আগ্রাসনের টার্গেট নির্ধারণ করার জন্য দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনার তথ্য শত্রু বাহিনীর হাতে তুলে দিয়েছিল।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।