জুন ১১, ২০২৪ ১৮:০৬ Asia/Dhaka
  • ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন: ২৫০ কেন্দ্রে ভোট দিতে পারবেন প্রবাসী ইরানিরা

ইরানের চতুর্দশ প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ইরানিরা ২৫০টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ইরানের নির্বাচনী সদর দফতরের মুখপাত্র মোহসেন ইসলামি আজ (মঙ্গলবার) বার্তা সংস্থা ফার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রবাসীরা তাদের পরিচয়পত্র বা বৈধ পাসপোর্ট ব্যবহার করে ভোট দিতে পারেন বলে তিনি জানান।

আগামী ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছে সাংবিধানিক অভিভাবক পরিষদ। প্রার্থীরা হলেন- মোস্তফা পুরমোহাম্মাদী, সাঈদ জালিলি, মোহাম্মদ বাকের কলিবফ, আলী রেজা যাকানি, সাইয়্যেদ আমির হোসেন কাজীজাদেহ হাশেমি ও মাসুদ পেজেশকিয়ান।

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম শহীদ হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধানের ১৩১ ও ১৩২ নম্বর ধারা অনুযায়ীকোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ