নাগর্নো-কারাবাখে কৌশলগত সাময়িক মহড়া চালাবে ইরান ও আজারবাইজান 
https://parstoday.ir/bn/news/event-i138546-নাগর্নো_কারাবাখে_কৌশলগত_সাময়িক_মহড়া_চালাবে_ইরান_ও_আজারবাইজান
ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আজারবাইজানের সামরিক বাহিনী নাগর্নো-কারাবাখ অঞ্চলে কৌশলগত সামরিক মহড়া চালাচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যকে সামনে রেখে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২৪ ১৪:৩৪ Asia/Dhaka
  • নাগর্নো-কারাবাখে কৌশলগত সাময়িক মহড়া চালাবে ইরান ও আজারবাইজান 

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আজারবাইজানের সামরিক বাহিনী নাগর্নো-কারাবাখ অঞ্চলে কৌশলগত সামরিক মহড়া চালাচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যকে সামনে রেখে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। 

মহড়ায় কম্ব্যাট ইকুইপমেন্ট, যুদ্ধবিমান ও ড্রোন অংশ নিচ্ছেএর মাধ্যমে সেনা কমান্ডারদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং তাদের পেশাদারিত্বের মাত্রা বাড়বে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, মহড়ায় অংশ নেয়া ইউনিটগুলোর আন্তঃকার্যক্ষমতা বাড়ানো এই মহড়ার অন্যতম লক্ষ্য।

আজকের মহড়ার সময় সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড থেকে কৌশলগত বস্তু এবং যোগাযোগ লাইন রক্ষার কাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করা হবে।

গত অক্টোবরের শুরুতে আজারবাইজান এবং ইরানের সামরিক কর্মকর্তারা কাস্পিয়ান সাগরে যৌথ নৌ মহড়া পরিচালনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিলেন। দুই পক্ষ তখন দক্ষিণ ককেশাস এবং ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।