পাকিস্তানের জ্বালানি খাতে বিনিয়োগের জন্য ইরানের প্রতি আহ্বান
(last modified Wed, 12 Jun 2024 13:34:42 GMT )
জুন ১২, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka
  • পাকিস্তানের জ্বালানি খাতে বিনিয়োগের জন্য ইরানের প্রতি আহ্বান

পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্বালানিমন্ত্রী সাইয়্যেদ নাসের হোসাইন শাহ সেদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের আইআরআইবি বার্তা সংস্থা আজ (বুধবার) জানিয়েছে, করাচি শহরে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল হাসান নুরিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সিদ্ধু প্রদেশের ঐ মন্ত্রী।

তিনি এ সময় বেলুচিস্তান অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প নিয়েও মতবিনিময় করেন। পাকিস্তানের আঞ্চলিক মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তার দেশ আগ্রহী। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, এ সংক্রান্ত আন্তর্জাতিক লক্ষ্য পূরণে দুই দেশের পরিকল্পনা ও সহযোগিতা সহায়ক ভূমিকা পালন করবে। 

ইরান ও পাকিস্তানের মধ্যে বিদ্যুৎ বিনিময় চুক্তি রয়েছে। ২০২৩ সালের এক চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে বিদ্যুৎ বিনিময় প্রায় ২০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বর্তমানে গোয়াদরসহ পাকিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকার মানুষ ইরানের সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহার করছেন।#   

পার্সটুডে/এসএ/১২   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।