মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার দুই প্রধান স্তম্ভ হচ্ছে ইরান ও ইরাক
(last modified Thu, 13 Jun 2024 12:28:41 GMT )
জুন ১৩, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার দুই প্রধান স্তম্ভ হচ্ছে ইরান ও ইরাক

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তার প্রধান দুই স্তম্ভ হচ্ছে ইরাক এবং ইরান। আজ (বৃহস্পতিবার) ইরাকের রাজধানী বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

এসময় তিনি মধ্যপ্রাচের উত্তেজনা এবং সংঘাত নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন। মধ্যপ্রাচের চলমান ঘটনাবলীর কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে ইরাক এবং ইরানের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমানে যা চলছে তাকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেন। তিনি বলেন, গাজা উপত্যকায় গণহত্যা অবশ্যই নিঃশর্তভাবে বন্ধ করতে হবে। এক্ষেত্রে মুসলিম দেশগুলো তাদের প্রভাবকে কাজে লাগাতে পারে। আলী বাকেরি কানি বলেন, গাজায় ইহুদিবাদী ইসরাইল ব্যর্থ হয়ে তাদের এই অপরাধযজ্ঞ অন্য কোথাও শুরু করতে পারে। 

গাজায় ইহুদিবাদী ইসরাইলের গত আট মাসের আগ্রাসনের কথা উল্লেখ করে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিনিদের সমর্থন দেয়া বন্ধ করা উচিত। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা একদিকে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধের জন্য ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন বলে দাবী করছেন, অন্যদিকে তারা ইহুদিবাদীদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে; এ দুটি একসাথে চলতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৩