ইসরাইলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/event-i138622-ইসরাইলি_বিমান_ঘাঁটিতে_ড্রোন_হামলা_চালালো_ইরাকি_যোদ্ধারা
ইহুদিবাদী ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস-বিরোধী যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, হাইফা বন্দরনগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৪, ২০২৪ ১৮:৩২ Asia/Dhaka
  • ইসরাইলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা

ইহুদিবাদী ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস-বিরোধী যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, হাইফা বন্দরনগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে। 

ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা জানিয়েছে, গাজার প্রতি সমর্থন জানিয়ে তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে আসছে তার দ্বিতীয় ধাপের অভিযানে ইসরাইলের বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। 

পিএমইউ সুস্পষ্ট করে বলেছে, ইসরাইলি সেনারা বিশেষ করে রাফাহ শহরে যে গণহত্যা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইরাকি জোট বলেছে, তারা ইহুদিবাদী ইসরাইলকে টার্গেট করতেই থাকবে এবং ইসরাইলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা অব্যাহত রাখবে। 

গত বুধবার ইরাকি যোদ্ধারা ইসরাইলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৪