সুইডেনে কারাদণ্ডপ্রাপ্ত ইরানের বিচার বিভাগের কর্মকর্তা নুরি দেশে ফিরেছেন
https://parstoday.ir/bn/news/event-i138676-সুইডেনে_কারাদণ্ডপ্রাপ্ত_ইরানের_বিচার_বিভাগের_কর্মকর্তা_নুরি_দেশে_ফিরেছেন
সুইডেনে বেআইনিভাবে গ্রেফতার হওয়া ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হামিদ নুরি মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ খবর নিশ্চিত করে বলেছেন, হামিদ নুরিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটক করেছিল সুইডেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৬, ২০২৪ ১০:৪৮ Asia/Dhaka
  • হামিদ নুরি
    হামিদ নুরি

সুইডেনে বেআইনিভাবে গ্রেফতার হওয়া ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হামিদ নুরি মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ খবর নিশ্চিত করে বলেছেন, হামিদ নুরিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটক করেছিল সুইডেন।

তিনি নুরির মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তনকে ইরানের আরেকটি কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে ইরানের স্বার্থ ও এদেশের জনগণের অধিকার রক্ষায় তেহরান দৃঢ়প্রতিজ্ঞ।

কানয়ানি জানান, হামিদ নুরি সম্পূর্ণ অন্যায়ভাবে ১,৬৮০ দিন সুইডেনের কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়েছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সুইডেনের কারাগার থেকে নুরিকে মুক্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন বলেও কানয়ানি উল্লেখ করেন। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি 

সুইডেনের একটি আদালত ২০২২ সালে ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হামিদ নুরিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তিনি ব্যক্তিগত কাজে সুইডেন সফরে গেলে তাকে আটক করা হয়েছিল।  ইউরোপ জুড়ে বসবাসরত ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র ভিত্তিহীন দাবির পরিপ্রেক্ষিতে নুরিকে ওই দণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

২০২৩ সালের ডিসেম্বরে সুইডেনের একটি উচ্চ আদালত হামিদ নুরির যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। তবে নুরির আইনজীবীরা আদালতে বারবার তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করে এসেছেন। এদিকে ইরানের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত নুরি সুইডিশ আদালতের দেয়া কারাদণ্ডের পুরো মেয়াদ ভোগ না করেই দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬