জুন ১৭, ২০২৪ ১৪:১৮ Asia/Dhaka
  • গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে: হামাস

গাজায় উপত্যকার ওপর ইসরাইলি সেনাদের ভয়াবহ আগ্রাসনের মুখে অক্লান্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার জন্য উপত্যকাবাসীর ভূয়সী প্রশংসা করেছেন হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর পরাজয়ের লক্ষণগুলো আরো বেশি স্পষ্ট হতে শুরু করেছে।

রোববার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। হানিয়া বলেন, ফিলিস্তিনিরা গভীরভাবে বিশ্বাস করে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে তাদের চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা আসবে। 

হামাস নেতা বলেন, “গাজাবাসী এমন সময় ঈদুল আজহা উদযাপন করছেন যখন তারা সকল ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছেন। গাজায় আমাদের ভাই ও বোনেরা অবর্ণনীয় কষ্ট ও নিপীড়ন সহ্য করছেন। কিন্তু তারপরও ইহুদিবাদীরা আমাদের  জনগণের পক্ষ থেকে অবিচলতা ও প্রতিরোধ ছাড়া আর কিছু দেখতে পায়নি।”

হানিয়া বলেন, ইহুদিবাদী শত্রু  গাজায় তার ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি এবং তার পরাজয়ের লক্ষণগুলো আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে।  তিনি আরো বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকে দুর্বল করার জন্য ইসরাইল সব ধরনের পাশবিকতা চালিয়েছে কিন্তু তারপরও ফিলিস্তিনি যোদ্ধারা নতুন নতুন উপায়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে যাচ্ছে।

তিনি এমন সময় এ ভাষণ দেন যখন গাজায় একদিনে মোট ১১ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

হামাসের কাতারপ্রবাসী নেতা তার টেলিভিশন ভাষণে সকল ফ্রন্টে লড়াইরত প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান যারা গাজার সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে নিরলসভাবে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে ইরাক ও সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলোকেও ধন্যবাদ জানান ইসমাইল হানিয়া।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭

ট্যাগ