জুন ১৭, ২০২৪ ১৪:২২ Asia/Dhaka
  • গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান

গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা বন্ধ করতে ‘সম্ভাব্য সকল উপায়’ অবলম্বন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আলে নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানান। তিনি গাজায় ইসরাইলি বাহিনীর চরম বর্বরতা ও পাশবিকতার তীব্র নিন্দা জানান।

বাকেরি কানি বলেন, গাজায় ইহুদিবাদীদের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে এবং এই ভূখণ্ডের নিপীড়িত জনগণকে সহায়তা করতে মুসলিম রাষ্ট্রগুলিকে সম্ভাব্য সমস্ত উপায় ব্যবহার করতে হবে।

এ সময় আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গাজাবাসীর সমর্থনে গত ১১ জুন জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আম্মান সম্মেলনে আট মাস ধরে ধ্বংসাত্মক যুদ্ধের সম্মুখীন গাজাবাসীর জন্য মানবিক ত্রাণ জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি গাজায় অবিলম্বে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর এবং সেখানে ইসরাইলি সামরিক আগ্রাসন বন্ধ করতে ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্থাপনকারী আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আলে নাহিয়ান বলেন, “সংযুক্ত আরব আমিরাত গাজা যুদ্ধ বন্ধ ও সেখানে মানবিক সাহায্য পাঠানোর আপ্রাণ চেষ্টা করছে। এটিই এখন আমাদের মানবিক দায়িত্ব।”#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৭                                                

ট্যাগ