জুন ১৭, ২০২৪ ১৫:৪৫ Asia/Dhaka
  • আরাকান আর্মি (ফাইল ফটো)
    আরাকান আর্মি (ফাইল ফটো)

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে ক্ষমতাসীন সামরিক জান্তার সঙ্গে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির লড়াইয়ের মাঝে আটকা পড়েছে ৭০ হাজার রোহিঙ্গা। আরাকান আর্মি গতকাল (রোববার) দিনের শেষে মংডু শহরে হামলা চালানোর আগে বাসিন্দাদের আজ রাত ৯টার মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এই শহরে মূলত রোহিঙ্গা মুসলমানরা বসবাস করেন।

আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে, "আজ (সোমবার) রাত ৯ টার মধ্যে মংডু শহর ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ আমরা জান্তার অবশিষ্ট ঘাঁটিগুলোতে হামলা করতে যাচ্ছি। তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের মংডুর সামরিক ঘাঁটি থেকে দূরে থাকতে বলা হলো।"

এদিকে, মিয়ানমার জান্তা সরকারের উপ-মানবাধিকার বিষয়ক মন্ত্রী অং কিয়াও মো বলেছেন, "রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলছে। রাখাইনের মংডু শহরে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা আটকা পড়েছে। সংঘাতের কারণে তারা শহর ছেড়ে যেতে পারছে না।"

স্বায়ত্তশাসনের দাবিতে গত বছরের নভেম্বর থেকে রাখাইনে জান্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে আরাকান আর্মি। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় জান্তাদের ১০টি ঘাঁটি দখলে নিয়ে আরাকান আর্মি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। জান্তা সরকার এতদিন পর্যন্ত বলিষ্ঠভাবে দেশ শাসন করলেও সাম্প্রতিক সময়ে একের পর এক অঞ্চল জান্তার হাতছাড়া হয়ে বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে এবং অন্যান্য অংশেও তারা দুর্বল হয়ে পড়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

ট্যাগ