একটি তেলের ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০০ ফায়ারফাইটার মোতায়েন 
https://parstoday.ir/bn/news/event-i138750-একটি_তেলের_ডিপোয়_ভয়াবহ_অগ্নিকাণ্ড_২০০_ফায়ারফাইটার_মোতায়েন
ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার আজভ শহরের একটি তেলের ডিপোর ওপর ড্রোন হামলা চালিয়েছে। এতে ওই ডিপোতে ভয়াবহ রকমের আগুন লেগে যায় এবং সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৮, ২০২৪ ১৮:০৮ Asia/Dhaka
  • একটি তেলের ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০০ ফায়ারফাইটার মোতায়েন 

ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার আজভ শহরের একটি তেলের ডিপোর ওপর ড্রোন হামলা চালিয়েছে। এতে ওই ডিপোতে ভয়াবহ রকমের আগুন লেগে যায় এবং সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এই অগ্নিকাণ্ডের কথা প্রথম জানান শহরের গভর্নর ভ্যাসিলি গলিবেভ। তিনি জানান, ড্রোন হামলা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন তিনি। 

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিভানোর জন্য ২০০ ফায়ার ফাইটার নিয়োগ করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, প্রায় ৩২০০ বর্গমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে। অসমর্থিত কিছু খবরে বলা হয়, আজভ শহরের বাসিন্দারা আজ (মঙ্গলবার) সকালের দিকে চার থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়।

আজভ শহরটি আজভ সাগরের উপকূলে অবস্থিত‌ যার অধিবাসীর সংখ্যা ৮০ হাজারের বেশি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৮