দৈনিক হারেৎজের খবর
জিজ্ঞাসাবাদের সময় ইসরাইলি নির্যাতনে গাজার ডাক্তারের মৃত্যু
-
গাজাবাসীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে
অবরুদ্ধ গাজা উপত্যকার একজন প্রখ্যাত চিকিৎসককে ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেথ জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।
গতকাল (মঙ্গলবার) ইসরাইলের হারেৎজ পত্রিকা জানিয়েছে, ইয়াদ রানতিসি নামে ৫৩ বছর বয়সী ডাক্তারকে ১১ নভেম্বর উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়ার সময় ইহুদিবাদী সেনারা একটি চেক পয়েন্ট থেকে অপহরণ করে। ছয়দিন পর তার মৃত্যুর কথা প্রচার করা হয়। শিনবেথের ইন্টারোগেশন সেল শিকমা প্রিজনে আয়াদ রানতিসির মৃত্যু হয়।
কামাল আদওয়ান হাসপাতালের মহিলা শাখার পরিচালক ছিলেন রানতিসি। তবে তার পরিবার এবং সহকর্মীরা মৃত্যুর খবর ছাড়া হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছুই জানতে পারেননি।
মৃত্যুর পর ইসরাইলের আশকেলন ম্যাজিস্ট্রেট কোর্ট এ সম্পর্কে তথ্য প্রকাশের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করে। এই তথ্য জানিয়েছে দৈনিক হারেৎজ। এমনকি এই যে তথ্য প্রকাশের ওপর নিষেধাজ্ঞা তাও প্রকাশ করা নিষিদ্ধ ছিল। গত মে মাসে এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে এবং তারপর দৈনিক হারেৎজ এই খবর প্রকাশ করল।#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।