ইসরাইলের গুপ্তচর সংস্থা শিনবেথের নির্যাতন
গাজার ডাক্তারের মৃত্যুর বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানালো হামাস
-
আয়াদ রানতিসি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রখ্যাত ডাক্তার আয়াদ রানতিসি হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের কারা অভ্যন্তরে সংঘটিত এই ধরনের ভয়ংকর অপরাধের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।
বিবৃতিতে হামাস আরো বলেছে, “ইসরাইলের কারাগারে গাজার যে ৩১০ জন চিকিৎসককে আটক করে নির্যাতন করা হচ্ছে আমরা তাদের মুক্তির দাবি জানাই।”
গতকাল ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা খবর দিয়েছে যে, ইসরাইলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেথের ইন্টাররোগেশন সেলে ডাক্তার আয়াদ রানতিসিকে হত্যা করা হয়েছে। গত নভেম্বর মাসে ইসরাইলের ভয়াবহ নির্যাতনে ৫৩ বছর বয়সী এই ডাক্তারের মৃত্যু হলেও এ বিষয়ে কোনো খবর প্রকাশ করতে দেয়া হয়নি। এ বিষয়ে ইসরাইলের একটি আদালত নিষেধাজ্ঞা জারি করেছিল।
রানতিসি ইহুদিবাদী ইসরাইলের বর্বর নির্যাতনে মৃত্যুবরণকারী প্রথম ডাক্তার নন বরং এর আগেও বেশ কয়েকজন ডাক্তারকে ইসরাইলের সেনা ও গুপ্তচর সংস্থা এভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।