ফিলিস্তিন-ইসরাইল বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার পদত্যাগ
https://parstoday.ir/bn/news/event-i138896-ফিলিস্তিন_ইসরাইল_বিষয়ক_মার্কিন_পররাষ্ট্র_দপ্তরের_কর্মকর্তার_পদত্যাগ
গাজা যুদ্ধের ভেতরেই ফিলিস্তিন-ইসরাইল বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি বিশেষ কোনো কারণ উল্লেখ করেননি বরং ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০২৪ ১৮:১৮ Asia/Dhaka
  • ফিলিস্তিন-ইসরাইল বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার পদত্যাগ

গাজা যুদ্ধের ভেতরেই ফিলিস্তিন-ইসরাইল বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি বিশেষ কোনো কারণ উল্লেখ করেননি বরং ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। 

অ্যান্ড্রু মিলার নামে ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদত্যাগের কথা নিশ্চিত করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ওয়াশিংটন পোস্ট পত্রিকা অ্যান্ড্রু মিলারের পদত্যাগের বিষয়ে খবর দিয়েছে।

পদত্যাগ করা অ্যান্ড্রু মিলার সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ফিলিস্তিনি রাষ্ট্রের দৃঢ় সমর্থক ছিলেন।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, অ্যান্ড্রু মিলার মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে বাইডেন প্রশাসন ইহুদিবাদী ইসরাইলের ওপর নিজের প্রভাব খাটিয়ে ফিলিস্তিন সংকট সমাধানের দিকে এগিয়ে যায়। 

ইসরাইলকে আমেরিকা যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন দেয় তাকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দিতেন অ্যান্ড্রু মিলার। 

গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারীদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মিলার।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২২