বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরীতে নতুন করে হামলা চালাল ইয়েমেন
(last modified Sun, 23 Jun 2024 03:42:49 GMT )
জুন ২৩, ২০২৪ ০৯:৪২ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজের পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে নতুন করে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সেনাবাহিনী।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার রাতে এ খবর দিয়ে বলেছেন, গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন এবং ইয়েমেনে ইঙ্গো-মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে ওই দুই হামলা চালানো হয়েছে।

জেনারেল সারি এক ভিডিও বার্তায় আরো বলেন, ইয়েমেনের নৌবাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরব সাগরে ইসরাইল অভিমুখী বাল্ক জাহাজ ‘ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর’-এ হামলা চালিয়েছে।

জাহাজটি ইয়েমেনের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে এটির ওপর হামলা চালানো হয়।

জেনারেল সারি আরো জানান, আরব সাগরের উত্তর অংশে মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য পুরোপুরি সফল হয়েছে বলে এই সেনা মুখপাত্র দাবি করেন। কোনো কোনো পশ্চিমা সূত্র জানিয়েছে, ইয়েমেনের একের পর এক হামলার মুখে মার্কিন রণতরী আইজেনহাওয়ার ইয়েমেন উপকুল ত্যাগ করে যুক্তরাষ্ট্রের পথ ধরেছে।

জেনারেল সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দখলদার ইসরাইল যতদিন গাজাবাসী নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাবে ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না। শত্রু  বাহিনীর সামরিক জাহাজের পাশাপাশি ইসরাইল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালানো হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩