ব্রিটিশ সাংবাদিকের হুঁশিয়ারি
‘বৈরুতে হামলা চালানোর আগেই মানচিত্র থেকে মুছে যাবে তেল আবিব’
ইহুদিবাদী ইসরাইল মূর্খের মতো কাজ করে বসলে তার জবাব দেয়ার জন্য লেবাননের হিজবুল্লাহ উচ্চ মাত্রায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক ও রাই আল-ইওয়াম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতওয়ান।
আতওয়ান তার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইয়োগ গ্যালান্টের মতো ইহুদিবাদী কর্মকর্তারা লেবাননের হিজবুল্লাহকে এ পর্যন্ত বেশ কয়েকবার হুমকি দিয়েছেন। কিন্তু তার যদি সেরকম কোনো ক্ষমতা থাকত তাহলে তিনি হয় তা বাস্তবায়ন করতেন অথবা চুপ থাকতেন; ফাঁকা বুলি আওড়াতেন না।
মধ্যপ্রাচ্য বিষয়ক এই বিশ্লেষক আরো লিখেছেন, তিনি এ ব্যাপারে নিশ্চিত যে, লেবাননের রাজধানী বৈরুতের শহরতলীতে ইসরাইলের প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিব বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে।
আতওয়ান বলেন, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত বুধবার যে ভাষণ দিয়েছেন সে ব্যাপারে সাইপ্রাস, ইসরাইলি গণমাধ্যম ও সামরিক বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া জানিয়েছেন। সেইসঙ্গে নিউ ইয়র্ক টাইমসের একজন প্রথিতযশা সাংবাদিক এ ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেছেন।
এই ব্রিটিশ সাংবাদিক তার নিবন্ধে বলেন, সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস। তিনি ঘাবড়ে গিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোনো যুদ্ধে সাইপ্রাস জড়িত হবে না।
আতওয়ান বলেন, ইসরাইলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশেষজ্ঞরা হিজবুল্লাহর হাতে থাকা লাখ লাখ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেটের কথা উল্লেখ করে বলেছেন, এসব সমরাস্ত্রের মোকাবিলায় ইসরাইল সামরিক ও নিরাপত্তাগত দিক দিয়ে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।
রাই আল-ইওয়াম পত্রিকার প্রধান সম্পাদক আরো লিখেছেন, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস ফ্রাইডম্যান বলেছেন, ইসরাইলকে এখন গাজা, লেবানন ও পশ্চিম তীর- এই তিন ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। সেইসঙ্গে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে ইসরাইলকে ধ্বংস করার প্রহর গুণছে। আতওয়ান সতর্ক করে দিয়ে বলেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসলে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়াতে চান যার ফলে লাভের ফসল ঘরে তুলবে রাশিয়া ও চীন। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।