পশ্চিমবঙ্গকে না জানিয়ে ফারাক্কা চুক্তি নিয়ে মোদি-হাসিনার আলোচনা !
(last modified Sun, 23 Jun 2024 11:57:27 GMT )
জুন ২৩, ২০২৪ ১৭:৫৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গকে না জানিয়ে ফারাক্কা চুক্তি নিয়ে মোদি-হাসিনার আলোচনা !

ভারতের দিল্লিতে মোদি-হাসিনা বৈঠকে ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনা হওয়ায় তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস বলেছে, এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু কেন্দ্র সেটি করেনি। বাংলাকে পুরোপুরি অন্ধকারে রেখে ফরাক্কা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেছে রাজ্যসরকার।

শনিবার দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমনকী তিস্তা নদীর ব্যবস্থাপনা ও সংরক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে। আর এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল সরকার।

রাজ্যের শাসকদলের একটি সূত্র বলেছে, আমরাও এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার।ফলে “রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই ধরনের চুক্তি এগোতে পারে না।

উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা পানিচুক্তি হয়।পশ্চিমবঙ্গের দাবি এই চুক্তির ফলে বাংলার ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যের অভিযোগ, বাংলাদেশের সঙ্গে চুক্তি হলেও সেসময় যে ভাবে নিয়মিত গঙ্গায় ড্রেজিং করার কথা ছিল সেটা করা হয় না। চুক্তির টাকাও দেওয়া হয়নি রাজ্যকে।#

পার্সটুডে/জিএআর/২৩