মাশহাদে অনুষ্ঠিত কংগ্রেসে হিজবুল্লাহ নেতার বাণী
‘নিপীড়িত জাতি ও প্রতিরোধ আন্দোলনগুলো ইরানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে’
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বিশ্বের নিপীড়িত জাতিগুলোর পাশাপাশি প্রতিরোধ আন্দোলনগুলো বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং এর সাহসী ও বিজ্ঞ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে।
তিনি গতকাল (শনিবার) ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত ‘মাজার রক্ষা ও প্রতিরোধ সংগ্রামে শহীদদের আন্তর্জাতিক কংগ্রেসে’ পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন। কংগ্রেসে সাইয়্যেদ নাসরুল্লাহর ইরান প্রতিনিধি আব্দাল্লাহ সাফিউদ্দিন তার বাণীটি পড়ে শোনান।
বাণীতে হিজবুল্লাহ প্রধান বলেন, ইরান ও তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী আগ্রাসী ও দখলদার শক্তিগুলোর মোকাবিলায় মুসলিম উম্মাহর প্রধান রক্ষাকবচে পরিণত হয়েছেন বলে পশ্চিম এশিয়ার নিপীড়িত জাতিগুলো তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
সাইয়্যেদ নাসরুল্লাহ তার বাণীতে বলেন, “নিপীড়িত জাতিগুলোর পাশাপাশি প্রতিরোধ আন্দোলনগুলো সকল ক্ষেত্রে আল্লাহর পর এই শক্তিশালী পৃষ্ঠপোষকের দিকে তাকিয়ে আছে।” ইরান কখনও তার ওপর নির্ভরশীলদের পরিত্যাগ বা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি বলেও জানান সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি বলেন, উল্টো নিপীড়িত জাতিগুলোকে রক্ষা করতে গিয়ে ইরানি কমান্ডাররা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন।
বিগত দশকগুলোতে ইরানের সমর্থনে আগ্রাসী ও দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে বড় বড় অর্জনের প্রতি ইঙ্গিত করে হিজবুল্লাহ প্রধান বলেন, “সেসব অর্জন এখন আমাদেরকে মহান বিজয়ের পথে দাঁড় করিয়েছে। আর সেই বিজয় হচ্ছে ইহুদিবাদী দখলদারদের হাত থেকে ফিলিস্তিনের এবং মার্কিন আধিপত্য থেকে গোটা মধ্যপ্রাচ্যের মুক্তি।” সেই মহান বিজয়ের পরিপূর্ণতার জন্য আরো সময় এবং নিরলস প্রচেষ্টা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০