হিজবুল্লাহর রকেট হামলা
ইসরাইলি সেনাদের সমাবেশ-কেন্দ্র ধ্বংস করল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলি সেনাদের একটি সমাবেশ-কেন্দ্র ধ্বংস করেছে। দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা চালালে ওই সমাবেশ কেন্দ্রটি ধ্বংস হয়।
হিজবুল্লাহ আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, “আমরা দখলদার সেনাদের সমাবেশ কেন্দ্রটি লক্ষ্য করে উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করি।”
হিজবুল্লাহ বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে এবং দৃঢ়চেতা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরাইলের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে।
এদিকে, ইসরাইলের কাফ্র গিলাদি সামরিক ব্যারাকে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। এই হামলায়ও ক্ষেপণাস্ত্রগুলো কাঙ্খিত লক্ষ্যে সরাসরি আঘাত হানে। কাফ্র গিলাদি এলাকার আরেকটি ইসরাইলি সামরিক অবস্থানেও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে।
গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করলে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে হামলা শুরু করে। হিজবুল্লাহ বলেছে, ইসরাইল গাজায় আগ্রাসন বন্ধ করলে তারাও ইসরাইলে হামলা বন্ধ করবে।#
পার্সটুডে/এসআইবি/২