ইসরাইলের আগ্রাসনে গাজায় উদ্বাস্তু হয়েছে ১৯ লাখ মানুষ
https://parstoday.ir/bn/news/event-i139244-ইসরাইলের_আগ্রাসনে_গাজায়_উদ্বাস্তু_হয়েছে_১৯_লাখ_মানুষ
জাতিসংঘের গাজা বিষয়ক মানবিক ত্রাণ সমন্বয়কারী সিগরিদ কাগ বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে গাজা উপত্যকায় এ পর্যন্ত অন্তত ১৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ০৩, ২০২৪ ১১:৫৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনি শরণার্থী
    ফিলিস্তিনি শরণার্থী

জাতিসংঘের গাজা বিষয়ক মানবিক ত্রাণ সমন্বয়কারী সিগরিদ কাগ বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে গাজা উপত্যকায় এ পর্যন্ত অন্তত ১৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। 

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই তথ্য জানান। কাগ বলেন, ১০ লাখের বেশি মানুষের জরুরিভিত্তিতে আশ্রয় ও নিরাপত্তা প্রয়োজন।

তিনি বলেন, গাজার এই সমস্ত মানুষের ঘরবাড়ি ও নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে, তাদের জীবন বিপর্যস্ত। ইসরাইলের আগ্রাসন ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এই যুদ্ধ মানুষের দুঃখ-দুর্দশাকে মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে।

কাগ বলেন, খান ইউনুস শহর থেকে বাসিন্দাদের নতুন করে সরে যাওয়ার জন্য যে ইসরাইল যে নির্দেশ দিয়েছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ইসরাইলের এই নির্দেশ পাওয়ার পর শত শত মানুষ খান ইউনুস শহর থেকে চলে যাচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩