সাংহাই সহযোগিতা সংস্থার ভেতরে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করুন
https://parstoday.ir/bn/news/event-i139288-সাংহাই_সহযোগিতা_সংস্থার_ভেতরে_মুক্ত_বাণিজ্য_অঞ্চল_প্রতিষ্ঠা_করুন
সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র ভেতরে শুল্কমুক্ত যৌথ বাণিজ্য অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২৪ ১৮:১১ Asia/Dhaka
  • সাংহাই সহযোগিতা সংস্থার ভেতরে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করুন

সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র ভেতরে শুল্কমুক্ত যৌথ বাণিজ্য অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। 

আজ (বৃহস্পতিবার) কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত এসসিও’র ২৪তম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, এ ধরনের শুল্কমুক্ত যৌথ বাণিজ্য অঞ্চল গড়ে উঠলে তাতে সদস্য দেশগুলোর ভেতরে বাণিজ্য বাড়বে। একই সাথে সাংহাই সহযোগিতা পরিষদ এবং ইউরেশিয়ান অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য অঞ্চল গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

মোহাম্মদ মোখবের জোর দিয়ে বলেন, সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে ভৌগলিক সীমানা ও নানামুখী সুযোগ এবং সক্ষমতা বিশেষ করে তেল বাণিজ্য, তেল উৎপাদন, জ্বালানি ও পরিবহন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশাল জনগোষ্ঠী লাভবান হতে পারে এবং এসসিও-ভুক্ত অঞ্চলে টেকসই শান্তি এবং উন্নয়ন আনা সম্ভব। 

এসসিও-ভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্য, অর্থনৈতিক ও কাঙ্খিত উন্নয়ন আনার জন্য তিনি ট্রানজিট করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইরানের উত্তর-দক্ষিণ করিডর এবং দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো ব্যবহার করে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো অন্য দেশের সাথে কম খরচে এবং দ্রুত গতিতে বাণিজ্য সম্পাদন করতে পারে।

শীর্ষ সম্মেলনের দেয়া বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, যেসব দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি খাতের উপর একতরফাভাবে নিষেধাজ্ঞা দিয়েছে তার বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৪