হিজবুল্লাহর হামলায় শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত 
(last modified Fri, 05 Jul 2024 03:17:33 GMT )
জুলাই ০৫, ২০২৪ ০৯:১৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর হামলায় শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত 

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় ইহুদিবাদী ইসরাইলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। 

ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নামেহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ২০০ রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি ২০টি ড্রোন দিয়ে হামলা চালায়।

ইসরাইল গণমাধ্যম জানিয়েছে, নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া। সে ইফতা রিজার্ভ আর্মর্ড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। টাইম অফ ইসরাইল বলছে, হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যায়।

ইসরাইলি গণমাধ্যম আরো বলছে, গত নয় মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরাইলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৫